আমাদের কথা খুঁজে নিন

   

কাক সিরিজ - ২৮

mail.aronno@gmail.com নরক থেকে ফিরে আসার পর আমি নতুন করে এঁকেছি তোমার মুখ রক্ত ঝরতে থাকা গাছের নিচে পড়ে থাকা মানুষের আধখাওয়া লাশ আহা সুখ, কাকের সুখ ফিরে পাওয়া নতুন পৃথিবী, দানবীয় সংসার সারাদিন বাজে বাদ্যযন্ত্র, কাকের চিৎকার ভয় পেয়ে আমি যতবার বলি ‘উড়ে যা তুই নির্মম, কদাকার’ ততবার দেখি ছায়ার শরীরে জীবন্ত মানুষের হাড় নিশানা থেকে সরে সরে যায় শুভ্র পাখি-দল অসহায় আমি, কাকের বাসায় আধ-খাওয়া পিশাচ ২৯.০৫.১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।