আমাদের কথা খুঁজে নিন

   

এমন কোনো বিধান আছে কি?

মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না!

সামরিক শাসন কিংবা জরুরি অবস্থায় সবচেয়ে ফাপড়ে থাকেন বুঝি কেশবানরা। দূর্নীতিবাজদের চেয়েও বেশি ফাপড়। আর্মি ধরে চুল কেটে দেবে, সঙ্গে দু'ঘা বাড়তি বাড়ি। কানে ধরে উঠবসও। রামপুরা টিভি সেন্টারের সামনে পরশু রাতে এক যুবককে নাজেহাল হতে দেখে আমার মনে প্রশ্ন জাগল-- এটা কি বাড়াবাড়ি হচ্ছে না? দেশে চুল ঠিক কী পর্যন্ত লম্বা রাখা যাবে তার কি কোনো নির্দিষ্ট বিধান আছে? সরকার কি প্রজ্ঞাপন দিয়েছে যে ছেলেদের চুল এর বেশি লম্বা করা যাবে না? যদি না হয়, তাহলে কিসের জন্য এই নিগ্রহ! নিজেদের বাটিছাট কদম চুলের ঈর্ষাতেই তারা এমনটি করছেন ভেবে নেওয়াটা ঠিক হবে না। কিন্তু কেনো? নিশ্চয়ই নাপিতরা দল বেধে নালিশ করেনি এসব ছেলে সেলুনের পথ মাড়ায় না বলে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।