আমাদের কথা খুঁজে নিন

   

বিওএ'র নির্বাচনে আর বাধা নেই



আইন মন্ত্রনালয়ের অনুমোদন পাওয়া গেছে। ফলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)র নির্বাচন সম্পন্ন করতে আর কোন বাধা নেই। আইন মন্ত্রনালয় গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানিয়েছে শর্তসাপেৰে বিওএর নির্বাচন সম্পন্ন করতে কোন বাধা নেই। শর্ত বলতে এই নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রকার মিছিল মিটিং বা পোস্টারিং করা যাবে না। ক্রীড়া মন্ত্রণালয় চিঠি পেয়েই টেলিফোনে বিওএকে নির্বাচনের অনুমোদন পাওয়ার কথা জানিয়ে প্রস্তুতি নিতে বলে দেয় বলে জানান পরিচালক ও চিফ অপারেটিং অফিসার কর্নেল (অব.) ওয়ালী উলস্নাহ।

দু'একদিনের মধ্যেই সংশিস্নস্ট সবাইকে চিঠি দেয়া হবে 14 মার্চের মধ্যে কাউন্সিলরের নাম পাঠাতে। অলিম্পিকভুক্ত আরচ্যারি ও জুডো ফেডারেশন গঠন হওয়ায় কাউন্সিলর সংখ্যা চারজন বেড়ে দাড়াচ্ছে 78এ। যাচাই-বাছাইয়ের পর তফসিল ঘোষনা করে নির্বাচন সম্পন্ন করতে মাস দেড়েক লাগবে বলে জানান ওয়ালী উলস্নাহ। সব ঠিক থাকলে মেয়াদ শেষ হওয়ার দুই বছর পর এপৃলের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে বিওএর দ্বিতীয় নির্বাচন। বিওএর গত কার্যনির্বাহী সভায় বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিব হাসানকে প্রধান করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন ও 15 মার্চের মধ্যে নির্বাচনের ডেট লাইন বেধে দিয়েছিলেন বিওএ প্রেসিডেন্ট সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মইন ইউ আহমেদ।

পয়লা ফেব্রম্নয়ারি নির্বাচন করার অনুমতি চেয়ে চিঠি দেন তারা জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে। এদিকে অন্য একটি সুত্রে জানা গেছে, কুতুব উদ্দিন আহমেদই থাকছেন বিওএ'র মহাসচিব। সম্প্রতি মিডিয়ায় তার বর্তমান নিয়োগ অবৈধ বলে সমালোচনা হলে কুতুব উদ্দিন সরে দাড়ানোর সিদ্ধানত্দ নিলে বিওএ প্রেসিডেন্টের আগ্রহে কুতুব উদ্দিন তার সিদ্ধানত্দ পাল্টেছেন। প্রসঙ্গত: 2005 সালের 28 ফেব্রম্নয়ারি বিওএ'র নির্বাচিত কমিটির চার বছরের মেয়াদ শেষ হলে 31 সদস্যের স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। পরে প্রেসিডেন্ট কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে মেয়াদ শেষ হওয়া কমিটিকেই পূণর্বহাল রাখা হয়।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।