আমাদের কথা খুঁজে নিন

   

মিলা -এখন বাংলাদেশের একমাত্র মাদকতা ময়ী গায়িকা



এখন কার টিভি চ্যানেল গুলো তে বিশেষ করে ফাল্গুন মিউজিক খুললেই নতুন মুখ দেখা যায় । প্রতিদিনই নতুন নতুন গায়ক গায়িকার গান শুনতে ভাল লাগে । আর প্রতিনিয়ত অনেকের গান শুনছি বলেই এদের গায়কীর গুন গত মান নিয়ে ভাবতে পারছি । এদর সংখ্যাগত মান যেমন উৎসাহ ব্যাঞ্জক, গুনগত মান তেমনি হতাশা ব্যাঞ্জক । দূঃখ জনক হলেও সত্য যে, এত গায়ক গায়িকার মাঝে সম্ভাবনাময় আকর্ষনীয় গায়কীর শিল্পি নেই বললেই চলে ।

হাতে গোনা যে ক জন গায়ক গায়িকার গান নিস্তরঙ্গ জীবনে বৈচিত্র আনতে না পারে, তার মাঝে মিলা অন্যতম । যার গান শুনে দেহ মন চনমন করে উঠবে, যার গান আমাদের জীবনের একঘেয়েমী কাটিয়ে দেবে, সেই আমাদের পরম কাঙ্খিত শিল্পি । গলার স্বড় আর গায়কীর নতুনত্ব দিয়ে মিলা আমাদের সেই জরতা কাটিয়ে দিচ্ছে । গলার স্বড়ের বিশিষ্টতা নিয়ে আমাদের দেশের গানের ইতিহাসে যেসব গায়িকারা উজ্জল নক্ষত্র হয়ে আছে তাদের মাঝে শাহনাজ রহমতউল্লাহ, পিলু মমতাজ, নাজমা জামান, বেবী নাজনীন প্রমূখের নাম উল্লেখ না করলেই নয় । সন্দেহাতীত ভাবে মিলা দীর্ঘগ্যাপের পরে তাদের সেই নতুনত্বের শূন্যতা পূরণ করতে যাচ্ছে ।

ওর গলায় যেমন আছে গায়কী দক্ষতা তেমনি আছে একধরনের অদ্ভুত মাদকতা, আর পরিবেশনায় আছে ইয়ুথী চনমনে ভাব । ওর কয়েকটি গান আমাকে বসা অবস্থা থেকে উঠিয়ে নাচিয়ে ছাড়ে । তবে ওর গলার দূর্লভ জন্মগত গুনটি হচ্ছে , ওর গলার প্রাকৃতিক এক ধরনের মাদকতা । গায়কী দক্ষতার সাথে প্রকৃতি প্রদত্ত স্বঢ়ের এই বিশিষ্টতা ওর শ্রোতাদের মাতোয়ারা করে দেয় । আমি দুটো গানের ক টি লাইন পাঠকদের একটু মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করবো ।

পাঠকরা যদি আমার সাথে একমত হন তাহলেই আমার গানের স্বঢ় বিশ্লেষনী দক্ষতার প্রমান পাব । গান দুটোর কয়েকটি টান , বিশেষ করে (/) চিহ্নের আগের অংশ গুলো খেয়াল করে শুনতে হবে । নির্জন রাতে - গোপনে অভিসার / হয়েছে চুপিসার সেই স্মৃতি আকাঁ আছে / সারা হ্রদয়ে ছেড়া পাল - না পাওয়ার / যত যন্ত্রণা ফেলে আসা / সবঅভিযোগ হাড়ানো / দিনের মূর্ছণা মনে হয় / মেঘলা আকাশ আমার দৃঢ় বিশ্বাস শ্রোতারাও আমার সাথে একমত হবেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।