আমাদের কথা খুঁজে নিন

   

খুলনার ১৬ প্রবশেদ্বারে নিরাপত্তা চৌকি

বৃহস্পতিবার থেকে এসব নিরাপত্তা চৌকি বসানো হয়েছে বলে জানান খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুর রহমান (পিপিএম)।
তিনি জানান, মহানগরীতে ১৬টি প্রবেশ পয়েন্ট আছে।এসব পয়েন্টে চৌকি বসিয়ে নিরাপত্তা বেষ্টনি তৈরি করা হয়েছে। কাউকে তল্লাশি না করে পুলিশ শহরে ঢুকতে দিচ্ছে না।বাইরে থেকে কেউ এসে যেন নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে না পারে তাই এই ব্যবস্থা নেয়া হয়েছে ।
“প্রত্যেক চৌকিতে একজন উপ-পরিদর্শক (এসআই) বা সহকারি উপ-পরিদর্শক (এএসআই) এর নেতৃত্বে তিনজন করে কনস্টেবল দায়িত্ব পালন করবেন।”
এছাড়া মোবাইল টিম প্রতিনিয়ত নগরীতে টহল দিচ্ছে বলে জানান পুলিশ কমিশনার শফিকুর রহমান।
আগামী ১৫ জুন খুলনাসহ চার সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।