আমাদের কথা খুঁজে নিন

   

টিভির জন্য ভাল নাটক তৈরীর টিপ্স 1



ভাল নাটক তৈরীর জন্য পার্ফমারের সংখ্যা আর ধরন অত্যন্ত গুরূত্ব পূর্ণ । টিভির ক্ষেত্রে যথা সম্ভব কম পার্ফমার দিয়ে একটি নাটক বা একটি এপিসোড শেষ করা উচিৎ । এখন কার নাটক গুলোর বিস্তৃতি ভেদে মোটামুটি 5 থেকে 10 জনের বেশী না হওয়াই ভাল । এতে দর্শকদের মাঝে একটি চরিত্রের এন্টর্াটেইনমেন্ট ট্রানসমিট করতে সুবিধা হয় । আর পার্ফমারদের পরিচিতির উপরেও নাটকের এন্টর্াটেইনমেন্ট ডিপেন্ড করে । একটি সামাজিক নাটকে পুরোন, পরিচিত আর নতুন এই তিন ধরনের পার্ফমারই থাকা দরকার । সামাজিক নাটক গুলোতে ওলড হ্যাগাড, হট ডগস আর নিউ গেটিস দের রেশিও মোটামুটি 1ঃ3ঃ1 হওয়া বাঞ্চনিয় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।