আমাদের কথা খুঁজে নিন

   

কে কয় মোরে ভুলতে অতীত



দেশের নামে কুৎসা রটায় দেশদ্্রোহী ভন্ড যারা ভবিষ্যত হায় যায়না গড়া জেনে রেখো অতীত ছাড়া। বলবে তাঁরা "কি লাভ বলো অতীত নিয়ে প্রশ্ন তুলে চলো রে ভাই দেশটা গড়ি শত্রু মিত্র সবাই মিলে।" কিন্তু তাঁরা ধূর্ত ভারী চায় বানাতে বোকা মোদের কেমন করে ভুলবো বলো সেই ঘটনা সেই অতীতের? অতীত নিয়ে বললে কথা ওদের পাপের কথা হবে আর সেটাই তাঁরা চায়না কারণ নতুনরা সব জেনে যাবে। অতীত তাঁরা ভুলতে বলে যাতে পাপের শাস্তি নাহয় দিনে দিনে যাতে ওদের সংখ্যা বাড়ে শক্তিটা হয়। তাহার পরে দেখবে রে ভাই হানবে আঘাত আগের মতো মারবে তাঁরা স্বদেশ প্রেমী বাংলাদেশে আছে যতো। আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলাম আমরা যারা একি সুরে দেশের কথা কয়েছিলাম তাঁদের মাঝে ভালো খারাপ আছে জানি আমরা সবাই সেই যুক্তি দিয়ে কেন অতীত কে আজ ভুলবো শুধাই? অতীত জেনে নতুনরা সব গড়বে এদেশ সঠিক ভাবে তবেই জেনো লক্ষ শহীদ সত্যিকারের শান্তি পাবে। (কিছু লোক পরিকল্পিত ভাবে আমাদের মাঝে বিবেধ সৃষ্টি করে। ওদের উদ্দেশ্য হচ্ছে যাতে ওরা যাদের অনুসারী তাঁদের অপকর্ম যাতে আমরা ভুলে যাই, নতুন প্রজন্ম যাতে ইতিহাস না জানতে পারে। তারপর কোন এক দিন তাঁদের অপকর্ম পুরোপুরি অস্ব ীকার করতে পারে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।