আমাদের কথা খুঁজে নিন

   

তুমি কি এখন দেখিছো স্বপন

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

তুমি কি এখন দেখিছো স্বপন আমারে আমারে আমারে, আঁধরাতে সেথা উঠেছে কি চাঁদ আঁধারে? তোমারো ভুবন ঘিরিয়া মিলন এল কি ফিরিয়া? মনে মনে আজ বাঁধিলে কি সেতু বিরহ নদীর দু' ধারে। খোলা এল চুল, মুখের দু'পাশে ছড়ায়ে তুমি ঘুমায়ে আছ কি? তুমি ঘুমায়ে আছ কি..... মোর দেয়া সেই ঝরা মালা বুকে জড়ায়ে, স্বপনে দিলে কি ভুলিয়া স্মৃতির দুয়ার খুলিয়া, আবার কি তারে ফিরে চাও তুমি, ফিরায়ে দিয়াছো যারে.................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।