আমাদের কথা খুঁজে নিন

   

ডাইনিং-এর ডাল



একটু আগে বি আই টি নিয়ে একটা লেখা পড়লাম। মনে পড়লো অনেক অনেক দিন আগে আমিও এভাবেই ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম চট্টগ্রাম বি আই টি - তে। সেটা ছিল আমার জীবনের প্রথম বারের মত হস্টেল-এ যাওয়া। আমরা চার বন্ধু ছিলাম ছাত্রলীগ-এর এক নেতার রূম-এ। যাই হোক, রাতে খেতে গিয়েই ঘটলো সবচেয়ে মজার ঘটনাটা।

আগেই বলেছি, এর আগে আমি কখন-ই হল-এর ডাইনিং দেখিনি। ওখানে গিয়ে দেখি ছাত্র এবং অতিথি, সবাই এক-ই কাউন্টার থেকে খাবার কিনবে। খাবার মানে মাছ-মাংস -এর তরকারি কিনবে। ভাত রাখা আছে টেবিলে। আর আছে দুই টা বড় বড় বাটি, ..দুইটাতেই তরল পদার্থ।

একটাতে একটা চামচ্ রাখা আছে। আমি মূরগীর একটা তরকারি কিনে টেবিল থেকে ভাত নিলাম। তারপর চামচ্ দিয়ে নেড়েচেড়ে প্রথম বাটি -র তরল টা দেখলাম। একই ভাবে চামচ্ দিয়ে 2য় বাটি-টাও দেখলাম। পছন্দ হোলো না কোনটাই।

তাই চামচ্ টা 2য় বাটি-তে রেখে একটু দুরে গিয়ে বন্ধুদের জন্য অপেক্ষা করতে থাকলাম। এসময় এক ছাত্র এসে 2য় বাটি থেকে এক চামচ্ তরল নিয়ে আরেক টেবিল-এ খেতে বসে গেল। আপনারা এতক্ষনে নিশ্চয়ই বুঝে ফেলেছেন ঘটনা টা কি ঘটেছিল? প্রথম বাটি যেটাতে চামচ্ রাখা ছিল, সেটা ছিল ডাল-এর বাটি। আর আমি যেটা-তে চামচ্ রেখেছিলাম, সেটা ছিল ময়লা পানি। দুটো দেখ্তে একরকম হওয়াতেই যত গোলমাল।

সেটা অবশ্য আমি জেনেছিলাম পরে আমার বন্ধুদের কাছথেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।