আমাদের কথা খুঁজে নিন

   

যমুনা ব্রীজে রেল সংযোগ - এক আর্বাচীন সিদ্ধান্ত



আমরা কয়েকদি পর পরই দেখছি, অপরিকলিপত ভাবে তৈরী করা বিলিডং ধ্বসে পড়ছে । কিন্তু আপনারা কি কোন ব্রীজ ধ্বসে পড়ার কথা কল্পনা করতে পারেন, আর তা যদি হয় যমুনা ব্রীজের মতো বিশাল কোন ব্যাযবহুল ব্রীজ । যমুনা ব্রীজে রেল লাইন সংযোজন ছিল অত্যন্ত তাড়াহুঢ়া করে করা একটি কাজ । ব্রীজের মূল নকশায় রেল লাইন ছিলনা । শেষ মুহূর্তে এত রেল সংযুক্ত করা হয় ।

এবং তা করা হয় মূল নকশা মোটামুটি অপরিবর্তিত রেখেই । এটা যে কত বড় ব্লান্ডার হয়েছে, তার ছিটেফোটা হিসেবে কিছু ফাটল এর মাঝেই দেখা যেতেশুরু করেছে । আর তা ধামাচাপা দেবার জন্য বলা হচ্ছে ফাটল গুলো তেমন চিন্তার কারন নেই । চিন্তার কারন তো আসলে নেইই, এক যমুনা ব্রীজ ভেঙ্গে পড়বে আরেক যমুনা ব্রীজ হবে । হাজার হাজার কোটি টাকা করচ হয়েছে, তাতে কি ঐ টাকা তো দেশের সাধারণ মানেুষের ঘাড়ে চাপবে ।

এ নিয়ে আর চিন্তার কি আছে ! কি বলেন ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।