আমাদের কথা খুঁজে নিন

   

অমর একুশে!

রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে...

আজকের এই মহান একুশে ফেব্রুুয়ারীতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি, বাংলার সেইসব বীর সেনানীদের। যাদের গভীর আত্মত্যাগ, ও রক্তের বিনিময়ে আমাদের আজকের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। স্মরণ করছি সেইসব যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের, যারা আজও বয়ে বেড়াচ্ছেন মুক্তিযুদ্ধের গৌরবময় স্মৃতি। অবনত মস্তকে স্মরণ করছি, হাজারো বাঙালী নারীকে, যারা মুক্তিযুদ্ধে নির্যাতিত হয়েছেন, শহীদ হয়েছেন। শত কোটি সালাম জানাই রফিক, বরকত, সালাম, জব্বারকে যাদের রক্তের বিনিময়ে আমাদের আজকের বাংলা ভাষা, লাল-সবুজের পতাকা।

যাদের রক্তে লাল হয়েছে এই বাংলার মাটি। তোমরা বেঁচে থাকবে আমারদের হৃদয়ে, চিরকাল, চিরজাগরুক হয়ে। তোমরা বেঁচে থাকবে এই চির সবুজ বাংলার বুক জুঁড়ে। আজকের এই দিনে, দু'হাত তুলে প্রার্থনা করি, উপরওয়ালা যেন তাদের সবাইকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করেন। অমর একুশে সফল হোক।

বিঃদ্রঃ গত একুশে ফেব্রুুয়ারীতে আমি দেশে ছিলাম। সে সময়ে তোলা কিছু ছবি এখানে তুলে দিচ্ছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।