আমাদের কথা খুঁজে নিন

   

গুগল প্লের আদর্শ বিকল্প। যারা শুধু ইনস্টল না, তার সাথে ফাইলটাও সংরক্ষণ করতে চান তাদের জন্য।

আমরা যারা এন্ড্রয়েড সেট চালাই, তাদের নিকট গুগল প্লে টা আর নতুন কিছু নয়। কিন্তু এর একটা প্রধান সমস্যা হলো এটা থেকে ফাইল ইনস্টল করা গেলেও সেভ করতে পারিনা, আবার ই-মেইল আইডি লাগে। যদিও বর্তমানে বিভিন্ন উপায় বের হয়েছে ফাইল সেভ করে রাখার জন্যে, কিন্তু তা অনেকের জন্য ঝামেলার। আবার কেউ কারো সাথে ফাইল শেয়ার করতে চাইলো কিন্তু পারলোনা, এ মুহূর্তে বন্ধুর বা ভুক্তোভোগীর মন খারাপ করা ছাড়া কোনো উপায় নাই। নিজের কাছেও খারাপ লাগার কথা।

আর কিছু নিয়মে ফাইল ডাউনলোড করা গেলেও বেশীরভাগ সময় তা শুধু কম্পিউটার এর জন্য।
কিন্তু যারা নিয়মিত সফ্ট্ওয়্যার আর গেমস ইনস্টল আর আনইনস্টল করেন তাদের জন্য একটু ঝামেলার, বিশেষত তখন যখন পুরানো সফ্ট্ওয়্যার বা গেমস তাদের আবার ইনস্টল করতে মন চায়।
আমাদের এ সমস্যার সমাধান দিতে পারে 1 mobile market

আপনি আপনার এন্ড্যয়েড সেট এর জন্য যাবতীয় সকল এপস্ এখান থেকে ডাউনলোড ও সেভ করে নিতে পারবেন। আর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে রেজিসট্রেশন এর দরকার নেই। এছারাও গুগল প্লের মতো সকল ফীচার যেমন রেটিং, আপডেট, রিভিউ, টপ এপস্ ইত্যাদি রয়েছে।

তবে আপনি রেজিসট্রেশন করলে নিয়মিত আপডেট ও কিছু বাড়তি সুবিধা পাবেন।

তাহলে সরাসরি এন্ড্রয়েড এপস ডাউনলোড এর জন্যে আর চিন্তা নেই।
মোবাইল ও ট্যাব এর জন্যে - ডাউনলোড
এইটা ছারাও আরও আছে মোবোমার্কেট। এটায় আবার ওয়ালপেপার,রিংটোন, লাইভ ওয়ালপেপার ইত্যাদি ডাউনলোড করতে পারবেন। তবে আমার কাছে ওয়ান মোবাইল মার্কেট টা মোবোমার্কেট এর থেকে বেশী ভালোলেগেছে বলে প্রেফার করলাম।


টেকটিউন্সে আমি ৩ বছর পর টিউন করলাম, তবে পাঠক হিসেবে আমি নিয়মিত। সফ্টওয়্যার টা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে কমেন্ট করে মতামত প্রকাশ করবেন।
ধন্যবাদ

সোর্স: http://www.techtunes.com.bd/     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.