আমাদের কথা খুঁজে নিন

   

ইউনুসের নাগরিক শক্তি (নাশ) এবং আমাদের সিভিল সোসাইটি

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

ইউনুস সাহেব অবশেষে ব্যবসা থেকে রাজনীতিতে আসলেন । ব্যবসা করে শুধু অর্থ ,প্রতিপত্তিই নয়, নোবেল পর্যন্ত কামিয়ে শেষতক রাজার হবার জন্য রাজনীতি শুরু করলেন । সাধুবাদ ।

মানুষের ছোট হোক বড় হোক কোন ইচ্ছাই অপূর্ণ থাকা ঠিক নয় কেননা মানুষ তার স্বপ্নের সমান বড় । আমি ও চাই তিনি বড় হোক তার বুকে ছাতি আরো স্ফীত হোক যাতে পুরো বাংলাদেশ তার উদারে ঢুকে যায় । কিন্তু যে রাজনীতি এবং রাজনীতিবিদদের (ঢালও ভাবে সবাই) কুলষিত ,দুর্নীতিপরায়ন এবং ব্যর্থ প্রমান করতে সিভিল সোসাইটি উঠে পড়ে লেগেছে তার কারণ কি কোন দুর্ভিসন্ধিমুলক পরিকল্পনা? কেননা সেই সিভিল সোসাইটির প্রতিনিধিদের উপর আমাদের কতটুকু আস্থা আছে ? তাদের সততা(তাবেদারীর ?) দেশের মানুষের জন্য নাকি প্রভু শক্তির জন্য ? এতদিন যারা সিভিলিয়াদের ব্লাডি সিভিলিয়ান বলত আজ তাদের এবং সিভিলিয়ানদের সখ্যতা আমাদের আরো বেশি ভাবিয়ে তুলছে । বাতাসে শোনা যাচ্ছে দেশের বিনাশ করতেই নাকি নাশ আসছে । চতুর ব্যবসায়ি নাকি ডিপ সি-পোর্ট এর মালিকনার ধান্ধায় এতকিছু করছেন, ঘন ঘন ইন্ডিয়া যাচ্ছেন!!! অনেকে হয়তো লেখাটা নৈরাশবাদী এবং কল্পনাপ্রসূত বলবেন ।

আমিও তাই চাই । ... .. .. .. সিদুঁরে মেঘের যে আমাদের বড় ভয় । জনৈক বুদ্ধিজীবি (এবং এনজিও ব্যবসায়ি)বলেছিলেন অতি সমপ্রতি .. আমি এনজিও করি ব্যবসার জন্য কিন্তু ইউনুস সাহেব ব্যবসাকে ব্যবসা বলেননা । এটাই তো সবচেয়ে বড় দুর্নীতি ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.