আমাদের কথা খুঁজে নিন

   

লিড নিউজের গতরাতের অতিথি

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

কালকে রাইত বারোটায় জ. ই. মামুনের উপস্থাপনায় এটিএন বাংলার টক শোতে মিডিয়া খানিকটা অপরিচিত একজনকে কথা বলতে দেখে রিমোটের বাটন টেপা বন্ধ করলাম। সত্যি কথা বলতে একটু মুগ্ধ হয়েছিলাম তার কথা শুনে। কিন্তু ওনাকে চিনতেছিলাম না। নামও দেখাইতেছিল না।

ওনার কথা শুনতে ছিলাম আর ওয়েট করতেছিলাম। সাহসী কথা বললে কি কিছু বুঝা যায়? ওনার কথা ছিল পরিষ্কার। কনসেপ্ট ক্লিয়ার। আত্মমগ্ন ভঙ্গিতে কথা বলছিলেন। কেন বড়লোকদের বিলডিং ভাঙার সময়েই বিশেষ উপদেষ্টা কমিটি নাজিল হইলো? বিজিএমই ভবনেরও কেন রাজউকের অনুমোদন নাই? কেন অবৈধ রিয়েল স্টেট কোম্পানিগুলো এইভাবে জেকে বসেছে।

প্রফেসর ইউনূসসহ নানা বিষয়ে তার কথা শুনে মোটামুটি একমত হতে পারলাম। জলাভূমি ও নিম্নাঞ্চল সংরক্ষণ বিষয়ে ওনারা একটা সেমিনার করছিলেন শনিবার সেই উপলক্ষেই এটিএন-এ দাওয়াত পাইছিলেন। আজকে ভাবতেছিলাম এনারে কেমনে কমপ্লিমেন্ট দেওয়া যায়? শেষ পর্যন্ত একটা পোস্ট দেওয়ার সিদ্ধান্তই পাকা হইলো। ওনার নাম শেষ পর্যন্ত জানা গেল। সৈয়দা রিজওয়ানা হাসান।

বেলায় কাজ করেন। অ্যাডভোকেট।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।