আমাদের কথা খুঁজে নিন

   

ছোট বাচ্চা এবং ভায়গ্রা...

মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও। । । "

কাজে যাবো, যাওয়ার আগে চারটা খেতে খেতে বিবিসির খবর শুনছিলাম। অবাক করা একটা খবর দিল!!! চার মাসের প্রিম্যাচিওর একটা বেবী কে বাচাতে এখানকার একটা হসপিটাল শেষ চেষ্টা হিসেবে এক ডোজ ভায়াগ্রা দিয়েছে তার শিরা ও ধমনীতে রক্ত চলাচল বাড়ানোর জন্য এবং এটা কাজ করেছে!!!!!! বাচ্চাটার মা-বাবা সব আসা ছেড়ে দিয়ে ফিওনারাল এর প্রস্তুতি নিচ্ছিল।

এমন অবসত্দায় ডক্তারদের শেষ এই চেষ্টা.....খুবই ফুটফুটে বচ্চাটা (সাদা বাচ্চা গুলা এমনিতেই ছোটবেলায় খুব কিউট হয়..) তবে এখনো আরো কিছুদিন অক্সিজেন এর সাহায্য নিতে হবে বাচ্চাটাকে। প্রিম্যাচিওর অবসত্দার ছবিটা যখন দেখাচ্ছিল তখন অবশ্য গা গুলানো মতো মনে হচ্ছিল.....একেবারে চামড়া ছাড়া ইদুরের বাচ্চার মতো!!!! (সরি এই কমেন্টার জন্য....কিন্তু আমার ঠিক তাই মনে হচ্ছিল তখন!!!)। তবে এটা কি ঝড়ে বগা মরে আর ওঝার কেরামতি বাড়ার মতো ব্যাপার নাকি সবেেত্রই সমভাবে কাজ করবে এব্যাপারে ডাক্তাররা এখনো কনর্ফাম না। । সে যাই হোক বাচ্চাটা তো বেচে গ্যাছে.....তাইবলে আপনারা কেউ আবার এই জিনিস বাচ্চাদের উপর টেস্ট কইরেন না দয়াকরে।

। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।