আমাদের কথা খুঁজে নিন

   

অনেকদিন পর প্রান খোলা হাসি (ক্লোজআপহাসি)



গতকাল অনেকদিন পর একটা নাটক দেখে হাসলাম। একেবারে প্রান খোলা হাসি। কিন্তু মজার ব্যপার হচ্ছে নাটক টা কোন হাসির নাটক ছিলনা। নাটক টা দুঃখের করার খুব চেষ্টা করা হয়েছে। তানিয়া, আর মাহফুজ এ্যক্ট করেছে।

নাটক টা এমন পেচাইসে, আর এত খারাপ অভিনয় হইসে, যে সেটা হাস্যকর হয়ে গেছে। আমি দুঃখের নাটক দেখে খুব সহজেই কাদতে পারি, কিন্তু হাসির নাটক দেখে তেমন হাসতে পারিনা কেন জানি। কিন্তু কালকে নাটকের শেষে দেখলাম নায়িকা প্যরালাইজড হয়ে গেসে, দুই বার স্ট্রোক করেছে। এই পর্যায়ে আমার কাদার কথা, কিন্তু খুব হাসি পাচ্ছিল। ওই নাটক দেখলে সবাই বুঝবে গাজা কয় প্রকার ও কি কি।

আমি হেসে মাটিতে গড়াগড়ি। আম্মুও দেখি হাসছে। সেটা আমার হাসি দেখে, না নাটক দেখে ঠিক বুঝতে পারছিলাম না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।