আমাদের কথা খুঁজে নিন

   

বসন্ত স্মৃতি

রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে...

আজকের বসন্ত বাতাসে ভেসে আসে তোমার দেহের ঘ্রাণ, আজকের নীল আকাশে ভেসে বেড়ায় আমার যত দুঃখ। আজকের তারুণ্যের মিলণমেলায় খুঁজে ফিরি হারানো তোমায়! আজকের প্রেমিকার চোখে তাকিয়ে খুঁজি তোমার দু'চোখ। আজকের দিনের স্মৃতিতেই আমি নিলেম তোমাকে চিনে, আজকের তোমাকেই তাই ভালোবাসি ভালোবাসার এই দিনে! উৎসর্গঃ ভালোবাসা দিবসে স্মরণ করছি সেই নারীর ভালোবাসাকে, যে আমাকেই শিখিয়েছে ভালোবাসতে। যে, অনেক দূরে থেকেও আজও আমার হৃদয়ের খুব কাছাকাছি। পর্ণা, নামের সেই মেয়েটিকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।