আমাদের কথা খুঁজে নিন

   

নদী সিরিজ-2



লুপ্ত বাণিজ্যের দেশে দেশে পথ থেকে পথে ঘুরি প্রতিদিন। নারীকে ফিরিয়ে দিলে নদী ও ফিরিয়ে নেয় গতিপথ। অভিমানী নদী ঘুমিয়ে থাকে রক্তের ভেতর। তোমার প্রস্রবনের কাছে সব ফিকে হয়ে আসে তবু ঘরের দিকে টেনে নিয়ে যাও নারী আবার ভাঙ্গনের ও খেলা তুমি। তবুও নারীর ভেতর কোথায় যেন এক বহতা নদী সেও নদীর মত এক কুল ভাঙ্গে ফের গড়ে অন্য কুল। আমি নদীর পথ ধরে ঘুরি নদীকে করেছি বিয়া নারী তোমার ভেতর এক নদী, তার নাম ডাকাতিয়া।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।