আমাদের কথা খুঁজে নিন

   

নদী সিরিজ



একই নদীতে তুমি দুবার সাঁতার কাটতে পারোনা। পরের বার নদী আগের নদী নাই, তুমি আগের তুমি নাই-হেরাক্লিতস। শেখল বাঁধা ক্রীতদাসের মত তুমি শুধু বয়ে চলো নদী। কাঁধে কচুরীপানার ভার। সঙ্গমকালীন বিছানার মত তোমাকে কাঁপায় কতিপয় লঞ্চ তারপর ফের, বয়ে চল... ডিঙ্গায় বসে মাগীদের মত হাসিতেছে ওপার গামী নারীদ্্বয়। এ হাসি আমি শুনেছিলাম হরপপায়, ক্রীতদাসের কাধের ওপর বসে রাজকুমারীরা হেসেছে অবিরাম। প্রতিটি অরব বিকেলে তোমার কাছে আসি কি শেখাও তুমি! বয়ে চলা...শুধো বয়ে চলা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।