আমাদের কথা খুঁজে নিন

   

একুশ নিয়ে আমার কবিতা

মানুষ তার স্বপ্নের সমান বড়

আমার একুশ পরাগ জাফর সিদিদক সাদা পাঞ্জাবী, খালি পা, হাতে এক তোড়া গাঁদাফুল, শহীদ মিনার, সালাম-বরকত-রফিক-জব্বার, আর আমার একুশ? রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী , প্রভাত ফেরির গান, আর আমার একুশ? লাল-সবুজ পতাকা, সোনার বাংলা, আর আমার একুশ? একুশ-আমার রক্ত, একুশ-আমার চিন্তা-চেতনা, একুশ-আমার বাংলা, একুশ-আমি বাংলায় গান গাই, একুশ-বিজয়ের সূত্রপাত, একুশ-আমার মুখের ভাষা, একুশ-আমার বাংলাদেশ। তারিখঃ২১/০২/০৬ রাওয়ালপিন্ডি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।