আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমার জীবনের চরম অপমানঃ তাও আবার সামু'তে

মুক্তমন। █▓▓▓▒▒▒░░░░ রোদ্র প্রতাপ তপ্ত দুপুরে ফালি ফালি করে ফেটে যাওয়া মেঠো পথে অনেক হেটেছি। আগুন ঝরা রোদে কংক্রিট পেরিয়ে গিয়েছি বহুদূর। জীবনের এই ধারাবাহিকতায় হাটতে হাটতে একদিন ঢুকে পড়লাম সামু'তে। সব কিছু চলছিল ঘড়ির কাঁটার মতোই।

এরই মাঝে ঘটে গেল এক মজার কান্ড (তবে আমার জন্য অপমানের)। সামু'র সকল ব্লগার নিজেদের ভাব প্রকাশ করে gullee.com থেকে ধার করে আনা এনিমেটেড ইমো দিয়ে। কিন্তু আমি নিজের ভাব প্রকাশ করতাম বিভিন্ন এনিমেটেড পিকচার দিয়ে- যেমনটা উপরে দেখেছেন। এই সূত্র সামু'র ইতিহাসে আমিই সর্বপ্রথম ব্যবহার করি। যাই হোক বেশ কিছুদিন যাবৎ অনেকেই আমাকে বাহবা দিয়ে গেল।

কয়েকদিন ধরে নিয়েল হিমু তাকে এই থিউরিটা শিখিয়ে দেয়ার জন্য বিভিন্ন ভাবে আমাকে জানায়। আমিও তাকে সহসা'ই দিয়ে দিতাম। কিন্তু কোনও এক কারণে তাকে দেওয়া হয়নি। কিন্তু গত রাতে আমেরিকা প্রবাসী এক ব্লগার এই সূত্রটি জেনে ফেলে এবং তার তিন-তিনটি নিক দ্বারা এর প্রতিফলন ঘটায়। এক পর্যায়ে আমাকে সারপ্রাইজড করে।

খুব ভালো কথা...... এযে আমার অস্তিত্বের অপমান!             আমার নিজস্ব আর কিছুই রইল না যে! এখন আমি আর কি দিয়ে মনের ভাব প্রকাশ করবো? একি আমার ব্যর্থতা নয়??             না. আমাকে এই ব্যর্থতা থেকেই শিখতে হবে। আমার প্রিয় সেলিব্রেটি (যদিও অনেকে আমায় সেলিব্রেটি বলে ) তিনি বলেছেন- ব্যর্থতাকে গালমন্দ করোনা. তাকে সাধুবাদ জানাও। কারণ. এই পথ দিয়েই তোমাকে সাফল্যের দ্বারপ্রান্তে যেতে হবে। ব্যর্থতাকে পেছনে ছুঁড়ে ফেলো।             হুমমম. আমাকে তাহলে আরও দূর- বহুদূর পথ পাড়ি দিতে হবে....... রাত পোহাতে এখনও যে অনেক বাকী..........................  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।