আমাদের কথা খুঁজে নিন

   

ভাই রাব্বি, তোর কাছে ক্ষমাপ্রার্থী.......

"বা.কৃ.বি-তে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে রাব্বি নামে ১০ বছরের এক শিশু নিহত।" আমি ভুলে যাই, ৫২ এর ভাষা আন্দোলন, ৬৬ এর ছয় দফা, ৬৯ এর গণ অভ্যুত্থান, ৭০ এর প্রাদেশিক নির্বাচন, ৭১ এর মহান মুক্তি সংগ্রাম কিংবা ৯০ এর স্বৈরাচার পতনে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা। আমি ভুলে যাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শের কথা, যে আদর্শে অনুপ্রাণিত হয়ে আমিও একসময় সক্রিয় রাজনৈতিক কর্মী/নেতা ছিলাম। আমি ভুলে যাই, রা.মে.ক ছাত্রলীগের পরপর দুই কমিটিতে আমি পোস্টেড ছিলাম; রাজনৈতিক ময়দানে যখন জামাত-শিবিরের দৌরাত্ত প্রতিহত করা আর কতৃপক্ষের অন্যায়, অনাচার, দুর্নীতির বিরুদ্ধে মাথা তুলে প্রতিবাদ করা ও রুখে দাঁড়ানোই ছিল প্রথম ও প্রধান কাজ বা উদ্দেশ্য। আমি ভুলে যাই, বিরোধী দলে থাকাকালীন শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে আমাকে মিথ্যা মামলা, হয়রানি কিংবা হুমকির সম্মুখীন হতে হয়েছিল। আমি ভুলে যাই, হয়তো আমার অন্তরে দেশ, জাতি বা জনগণের জন্য ভালো কিছু করার প্রত্যয় ছিল কিংবা সকল অন্যায়, অত্যাচার, অবিচারের অবসান ঘটিয়ে সমাজটা পাল্টে দেবার স্বপ্ন ছিল। কিন্তু আমি ভুলে যাইনি, আমি হয়তো বোকার স্বর্গে বাস করছিলাম! আজ আমি লজ্জিত, ব্যথিত, মর্মাহত। কারণ, একসময় আমিও ছাত্রলীগ করতাম; আমিও ছাত্রলীগের একজন ছিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।