আমাদের কথা খুঁজে নিন

   

একটি অসহায় ছেলের পথচলা

জীবন . .বড় অদ্ভূত এ জীবন । আশা ,নিরাশা ,হতাশা ,দুঃখ সবকিছুর বেড়াজালে বন্দী এক মঞ্চ যেন জীবন । হাসিমুখ ,সাফল্য আর সুখের চেয়ে দুঃখের পাল্লাটাই হয়তো বেশী । আমারো সাধ ছিলো ,ছিলো সাফল্যের পানে ছুটে চলার অনুপ্রেরনা । তাইতো কখনো পিছপা হইনি হতাশার কালিমা দেখে ।

ছিলো একটি হাসিমুখ যা দেখে একটি ব্যর্থদিনকে ও অনেক সুখের মনে হতো । যার জন্য ছুটে যেতাম নিজের স্বার্থকে পা মাড়িয়ে । তাই আজ জীবনটা বড় স্বার্থপর হয়ে গেছে । কেড়ে নিয়েছে সব সুখগুলো ,চোখে দিয়েছে অশ্রুবর্ষন । বড় একা লাগে এখন ।

মনে পড়ে যায় রাতের পর রাত খুদেবার্তার চালাচালি । রাতগুলো অনেক দীর্ঘ এখন । চোখের পাতে এক করা যেন পাহাড়সম কষ্ট । কিন্তু জীবন তো থেমে থাকেনা । সময়কে বন্ধু করে তা এগিয়ে যায় অসীম গন্তব্যে ।

আর আমিও হেটেঁ চলি সেই পথে । শুধু পার্থক্য এই যে পথচলায় নেই আগের অনুপ্রেরনা । একাকীত্বকে সঙ্গী করে হেটেঁ চলি জীবনপথে । সাথে আছে কিছু অপেক্ষা ,অনেক অনেক স্মৃতি আর অসহায়ত্ব . . ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.