আমাদের কথা খুঁজে নিন

   

চাই ছুটি রবিবারে

WHAT IS REAL!!!!!!!

সম্ভবত প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুক্রবারের বদলে রবিবারে ছুটির প্রচলন করেন। এরশাদ সাহেব ক্ষমতা দখল করে ্রদেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মভীরু (ধার্মিক শব্দটা ব্যবহার করছি না) জনগনের সেন্টিমেন্ট পক্ষে টানার জন্যে আবার শুক্রবারে ছটির প্রচলন করেন। আমাদের অর্থনীতি চরম ভাবে বিদেশ নির্ভর। মাঝে মাঝে ভিক্ষা করেও চলতে হয়। এটা বুঝা যায় আমাদের পরনির্ভরশীল বাজেটের পরমুখাপেক্ষী বিশাল খাতগুলো দেখলে।

দেশের অর্থনীতি শক্ত করার জন্যে আমাদের রপ্তানীমুখী শিল্পদের জন্যে আরও বেশী সময় বৈদেশিক সংযুক্তি ব্যাংকিং সময় ও অন্যান্য সরকারী/বেসরকারী সাপোর্ট দিতে হবে। দেওয়া উচিত। শুক্রবারে সাপ্তাহিক ছুটি থাকলে সপ্তাহের 3 দিনই বাংলাদেশ থাকে বিদেশ থেকে বিচ্ছিন্ন। যে সমস্ত কাজে দৈনন্দিন যোগাযোগ প্রয়োজন সে সমস্ত ক্ষেত্রে এক সপ্তাহের কাজে সময় নেয় দুই সপ্তাহ। রোববারের ছুটিই দিতে পারে এক্ষেত্রে একমাত্র সমাধান।

যারা শুক্রবারের জুম্মার নামাজকে ছুটির কারন হিসেবে দাবী করেন তাদের একটু জেনে আসা উচিৎ মহানবী(সাঃ) এর সময়ে তিনি শুক্রবার সারাদিন কোন দাপ্তরিক কাজ বন্ধ রাখতেন না শুধূ আজানের সময় থেকে নামাজ পর্যন্ত কাজ বন্ধ রাখতেন। ধর্মীয় দৃষ্টিতে "ছুটি-আরাম-আয়েশ" এর জন্যে মানব জীবন নয়। মানবজীবন স্রষ্টার উপাসনার জন্যে। যার একটা অন্যতম প্রধান পথ অন্যের উপকার সাধন করা। রোববারের সাধারন ছুটিতে দেশের অর্থনীতির একটুও যদি উন্নতি হয়, আর তাতে যদি আরও অনেকের সাথে মধ্যবিত্ত, নিন্মমধ্যবিত্ত, ও বিত্তহীনরা এতটুকু উপকার লাভ করতে পারে তাহলে কেন তাতে আমি বাধা দিব? শুধূ মাত্র বিলাস-ব্যাসনে সারাদিন ব্যয় করে জুম্মার নামাজের প্রস্তুতি নেওয়ার জন্যে?


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।