আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি এসেছে মনে...

একদিন তোর কথা শুনবে নদি...

এই শহরে বছরের প্রথম বৃষ্টি হয়ে গেল। আকাশ যতটা গর্জন করে মাঠে নামছিল ঠিক ততটা দেখাতে পারেনি। রুমের দরজাটা খুলে যখন বাইরে এসে নিজেকে সঁপে দিলাম তখন টপ টপ শব্দের নূপুর বাজছিল সমানে চারদিক। কিন্তু আশ্চার্য্য একটা কণাও আমার উপর পড়ছিল না! মিনিট দুয়েক পর আবার ফিরে এলাম। আবার নূপুরের শব্দ! আবার ছুটে যাওয়া।

মিনিট সাতেক পর বৃষ্টি মোটামুটি নিজের জাত চেনালো। আমি ভিজলাম। একটু একটু করে আমি শান্ত হলাম। একটু একটু করে আমি নিজেকে সঁপে দিলাম, একটু একটু করে মেঘবালিকার দিকে এগিয়ে গেলাম। তাকে অনুভবে ছুঁলাম, তাকে নিয়ে মুখোমুখি বসলাম।

সে আমার অসময়ে মেঘের গান শুনাবে এই আশ্বাসের উপর ভর করে নিজেকে বিলিয়ে দিলাম... আমার সমস্ত অস্তিত্বজুড়ে আজ কেবল একটাই চিৎকার... শুনো নগর বাসি... আমি বৃষ্টি ভালোবাসি... আমি মেঘ ভালোবাসি... আমি মেঘ বালিকাকে ভালোবাসি। উৎসর্গ : মেঘবালিকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.