আমাদের কথা খুঁজে নিন

   

আজাইরা-৭

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

একটা বদঅভ্যাস এখনো ছাড়তে পারি নাই। সেলুনে চুল ছাঁটানোর সময় নাপিতের সাথে খোশগল্প করা আমার একটা পুরোনো অভ্যাস। রাজনীতি-অর্থনীতি থেকে শুরু করে সিনেমার নায়িকাদের গল্প সবই এর আওতায় পড়তো। আর আমার গলার স্বর সেইরকম। নাপিতের লগে আমার ভ্যাজর ভ্যাজর দেইখা মধ্যবয়সী কেশ কালো করতে আসা ভদ্রলোকের ভ্রু কুচকাইতো।

পরীক্ষার হলে মাঝে মাঝে পোলাপাইন কিছু জিগাইলে আনসার দিতে গিয়া দেখা যাইতো হলের কমবেশী সবাই ওয়াকিফহাল হইয়া যায়, যে আমি কথা কইতাছি। বৈদেশ আইসা একটা টেনশনে পড়ছিলাম সেইটা হইলো এইখানের নাপিতরা কথা কইবোতো ? সদ্য টেনশন কাটছে। আইজকা শেলডান নামে এক মহিলা চুল কাটতাছিল মন ভইরা কথা কইলাম। কিন্তু একটা বিষয় বড় বিরক্ত লাগে, নিজের দেশ কোন জায়গায় বুঝাইতে হয় ইন্ডিয়ার পাশে কইয়া। আমাদের আরো কিছু জ্যাসমিন প্রোডাকশন করা দরকার তাইলেই আমরা বহুল পরিচিতি পামু।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।