আমাদের কথা খুঁজে নিন

   

জোক: রাগ এবং ক্রোধ



সেদিন ভাগ্নে আইসা জিজ্ঞেস করল, মামা রাগ এবং ক্রোধ এর মধ্যে পার্থক্য কি? আমি বললাম, ঠিক আছে ভাগ্নে তোমারে আমি একটা প্র্যাটিক্যাল উদাহরন দিয়া বুঝাইতাছি। তারপর, ফোনটা নিয়া আজাইরা একটা নাম্বারে ফোন দিলাম, হ্যালো, অন্যপ্রান্ত থেকে একজন বলল। আমি কইলাম, হ্যালো, এরশাদ কি বাসায় আছে? অন্যপ্রান্ত থেকে বলল, এরশাদ নামে তো এখানে কেউ থাকে না। ফোন করার আগে ভাল করে নম্বর দেখে ফোন করবেন না? ভাগ্নেরে বললাম, দেখলা লোকটা বিরক্ত হইছে, আমাদের ফোন করাটা একদম পছন্দ করে নাই। এইবার দেখ! আমি আবার সেই নাম্বারে ফোন দিলাম, আবার জিগাইলাম, হ্যালো, এরশাদ কি বাসায় আছে? ব্যাটা উত্তর দিল, দেখেন ভাইজান বললাম না এরশাদ নামে এখানে কেউ থাকে না, আপনার তো সাহস কম না আবার ফোন করছেন? ভাগ্নেরে বললাম, দেখছ এইবার, ব্যাটা রাগ হইছে, এইটারে বলে রাগ। এখন আমি তোমাকে দেখাব ক্রোধ কাকে বলে। আবার সেই নাম্বারে ফোন দিলাম, অন্যপাশে ফোন ধরার পর বললাম, হ্যালো, আমি এরশাদ বলছি, আমার খোজে কি কেউ ফোন করেছে? সূত্র: ধার করা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।