আমাদের কথা খুঁজে নিন

   

প্রগতিশীলতা,বিরুদ্ধমত,মুক্তিযুদ্ধ,রাজাকার!



নতুন এই সাইটে,অনেক ভালো কিছুই আছে,কিন্তু সবচেয়ে বাজে দিক, একদল তথাকথিত প্রগতিশীল ব্লগার এর দলবদ্ধ মাস্তানি। কারো পোস্ট তাদের মতের সাথে না মিললেই ওই বেচারার হয়ে গেল,সবাই দল বেঁধে ঝাঁপিয়ে পড়া তার উপর। সোজা যুক্তিতে না পারলে এরপরেই শুরু হয় গালাগালির বন্যা। গায়ের জোরে জেতার ভালো পদ্ধতি,প্রায়ই দেখি গালির চোটে লেখক পালিয়ে বাঁচে। এদের ভাবটা এমন,আমরাই ঠিক,বাকি সবাই ঘাস খায়,কিছুই জানেনা।

আর নিজেদের গালাগালিকে বৈধ করতে সামনে ঢাল হিসাবে দাঁড় করিয়ে দেয় মুক্তিযুদ্ধকে। যেন তাদের পক্ষে যারা,সবাই দেশপ্রেমিক আর মুক্তিযোদ্ধা,বাকি সব রাজাকার দেশদ্রেহী। বলি মুক্তিযুদ্ধ কি এতোই সস্তা যে কয়েকটা তথাকথিত প্রগতিশীল এর কাছে ইজারা দেয়া হল?? ধর্মব্যবসায়ীদের মত কিছু মুক্তিযুদ্ধব্যবসায়ী ও গজিয়ে গেছে মনে হয়। গায়ের জোর আর নোংরা কথা দিয়ে প্রগতিশীল হয় না,তার জন্য কিছু প্রগতিশীল ভাবনা লাগে,আদিম আচরণ আর গালাগালি মনে হয় না তার কোন উদাহরণ হতে পারে। কারো ব্যক্তিগত কিছু মতের বিরোধিতা করতে গিয়ে নির্লজ্জের মত যা-তা বলে নিজের মানসিক দৈন্য প্রকাশ আর ব্লগের কিছু লেখক তাড়ানো যায় হয়তো কিন্তু নিজেকে প্রগতিশীল নাম দিয়ে এই কাজ করলে প্রগতিশীলতা কথাটারই অপমান হয়,এটাও কি এরা বোঝে না?? এখানে অনেক লেখকই আছেন যারা শালীনতার সীমার মাঝে থেকে এবং কাউকে ব্যক্তিগত আক্রমণ না করেও কঠোর সমালোচনা করেন,তাদের কেউ কি প্রগতিশীল নন?? এতো অসাধারণ সব লেখা আসে এখানে,তার মাঝে এসব নোংরামি দেখলে পড়ার মানসিকতাই শেষ হয়ে যায়।

কেউ কি এটা একটু বন্ধ করতে পারে না??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।