আমাদের কথা খুঁজে নিন

   

আজ তোমারে দেখতে এলেম, অনেক দিনের পরে ... দেখবো শুধু মুখখানি, শুনাও যদি শুনবো বাণী

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

আজ তোমারে দেখতে এলেম, অনেক দিনের পরে। ভয় করো না, সুখে থাকো; বেশিক্ষন থাকবো নাকো। - এসেছি দন্ড দু'য়ের তরে। দেখবো শুধু মুখখানি, শুনাও যদি শুনবো বাণী না হয় যাবো আড়াল থেকে, হাসি মুখে দেশান্তরে। ------------------------------ বোন বলছিলো বাসায় ব্রডব্যান্ড ইন্টারনেট আছে, শুইনা স্বস্তিতে ছিলাম।

ঢাকার বাসায় ফিরা দেখি ইন্টারনেটের স্পিড যা তা। মাঝখানে একটা বড় সড় পোস্ট নিয়মিত ইংরেজী ব্লগে পোস্ট করতে গিয়া ধরা খাইলাম স্পিডের গুনে। সেইভ করি নাই। কি যে অবস্থা! মনে মনে সামহোয়্যার ব্যবহারকারী বাংলাদেশীদের বিশাল ক্রেডিট দিলাম। এইরকম স্পিডে আপনারা লাগাতার সামহোয়্যারে পোস্টান, পড়েন - এই জন্য প্রত্যেকরে [গাঢ়]সার্টিফিকেট অফ এ্যাপ্রিসিয়েশন [/গাঢ়] দেওয়া উচিত।

ইন্টারনেট স্পিডের গুনে প্রথমে তো কোন পাতাই আসে না। পরে বহু কষ্টে। ভাবতেছি ব্রডব্যান্ড আলারে ফোন কইরা তার সার্ভিসের নামটা পালটাইতে বলবো। এইটারে ব্রডব্যান্ড বলা তথ্যবিভ্রান্তি। মোদ্দা কথা হইলো, সহী সালামতে দেশে আসছি (এর মধ্যে দেড় দিন গ্যাছে গা)।

পৌছাছি 27 তারিখ দুপুরে। এখনো সংগীসাথী ব্লগবাসী প্রায় কারো সাথে যোগাযোগ করা হয় নাই (সাদিক একটা মুখচোরা এইবার প্রকাশিত হইতাছে)। জানি অনেকে ইতোমধ্যে গাইলাইতাছেন। নিশ্চই যোগাযোগ হইবেক, তবে রয়েসয়ে হয়তো। আমি আবার আইলসা মানুষ, ঘরে বইসা হাবিজাবি পড়তে আরাম বোধ করি।

পরমহংস ইয়োগানন্দের, অটোবায়োগ্রাফি অফ ইয়োগি বইটায় ডুব মাইরা আছি । নিজগুনে ক্ষেমা দিয়েন। আপাতত বাড়ীতে গরম গরম চা খাইয়া (বহুত দিন ভালো চা খাইনাই ঐ সিংহপুরের মুল্লুকে) বহুত কষ্টে সামহোয়্যারে ঢুকলাম। যদি সম্ভব হয় একটা ইমেইল ড্রপ কইরা আপনাগো ফোন নাম্বারটা যদি দিতেন, বাধিত হইতাম। ইমেইল মারফত আমারটাও জানায়ে দিবো, খোদার ইচ্ছায়।

ইমেইল লিখনের আকাশের ঠিকানা: mailsadi(at)yahoo(dot)com আশা করি সবাই ভালোই আছেন। দেশে শীত থাকবে ভাইবা এখন দেখি শীত বিদায় নিছে। ধুরু যা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।