আমাদের কথা খুঁজে নিন

   

আর পাজামাটা অনেকটা ঝুলে পড়লো

সতকর্ীকরণ: ব্লগটি আজেবাজে, রগরগে, গালাগালি এবং বকাবাজ্জিতে ভরা ।

কোন কাজ নেই, তাই দিনে দুবার সাইবার ক্যাফেতে বসে ব্লগ লেখি । আজ বিকেলে গেলাম বন্ধু মিলন ভাইয়ের ক্যাফেতে । মিলন ভাই নেই তার ছোট ভাই বসতে বললো, কম্পিউটার খালি নেই । বসতেই খোপ গুলোর নিচের দিকে চোখ গেল, দেখলাম দুটো চেয়ার, একটায় কামিজ দেখা যাচ্ছে । খোপের দরজার ফাক দিয়ে মনিটর চোখে পড়ায় দেখলাম স্ক্রিন খালি । আবার নিচে তাকাতেই দেখলাম কামিজ টা উপরের দিকে উঠে গেল , চেয়ারটা এগিয়ে গেল দুবার ইলাষ্টিক টানার শব্দ হল আর পাজামাটা অনেকটা ঝুলে পড়লো । একটু পরে মিলন ভাইয়ের ছোট ভাই তার দুই ছাত্রী কে বিদায় করে আমার বসার ব্যাবস্থা করে দিল ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।