আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইলের হেডসেটে অন্য সবকিছু শোনা যায়, এফ এম রেডিও শোনা যায় না?



আপনার মোবাইলে যদি রেডিও থাকে , তবে । আগে ঘটনাটা বলি. . . আমার মোবাইল নোকিয়া 6030 । কিনেছিলাম ওয়াপ WAP নিয়ে যে থিসিসটা করবো , তার simulation শুধু না দেখিয়ে real-world application -ও দেখাব । তো মোবাইল কিনে দেখি রেডিও - যা ফ্রি পাওয়া, কিন্তু বাজে না । রেডিও অপশনে গেলে বলে . . connect an enhancement।

headset -ও কিনলাম। এবার frequency সেট করতে বলে । কিন্তু যে frequency -ই আমি দেই না কেন, রেডিও বাজে না। এই জন্য ইচ্ছামত settings-ও change করলাম । পরে জানলাম রাজশাহীতে এফ এম নেই।

ঢাকায় এসেও দেখি রেডিও বাজে না । কিন্তু হেডসেটে সাউন্ড ঠিকই পাই। মোবাইলের দোকানে গেলে বলে 200 টাকা ছাড়া ঠিক হবে না । কারণ.. ফাশ আরো কি কি নাকি করতে হবে । যা হোক ইস্টার্ণ পাজায় এক ছেলে নাকি কম্পিউটার ছাড়াই ঠিক করতে পারবে -- তবে তাদের কাছ থেকে হেডসেট কিনতে হবে ।

আমি বললাম, আগে ঠিক করেন পরে দেখা যাবে । সে এটা ঠিক করার পর বলতে লাগল এটা করেছে সেটা করছে..ইত্যাদি ইত্যাদি, 100 টাকা দিতে হবে আর হেডসেটের জন্য 300 টাকা । পরে দামাদামি করে 50 টাকা দিলাম এবং উচ্চদামে হেডসেট-ও কিনতে হলো না । সে আসলে যেটা করেছে----> Setting--> Enhancement Settings --> Text phone --> Use text phone --> No ------------------------------------------------ এটা আমার ত্রিতয় পোস্ট । শুধু এ রকম পোস্ট করাই আমার ইচ্ছা , তবে সংখেপে - যতটুকু Technically usable ।

আগের 2টা পোস্টের লেখা ও কোনো কোনো মন্তব্য খারাপ হলেও রেখে দিলাম আমার starting হিসেবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.