আমাদের কথা খুঁজে নিন

   

নেপালে:2



আমি এখন পোখারায় - কাঠমুন্ডু থেকে 200 কিঃমিঃ পশ্চিমে। এইখান থেকে দুইটা বিখ্যাত পর্বতচূড়া দেখা যায় - অন্নপূর্ণা আর মাচ্ছিনদ্র; আমি এখনও দেখতে পাইনি: দুপুর 2টার দিকে যখন পেঁৗচেছি এখানে কাঠমুন্ডু থেকে সকাল 7টায় রওনা দিয়ে, তখন পশ্চিম আকাশ কুয়াশা ঢাকা। ভাগ্য ভাল হলে কাল সকালে আকাশ যদি পরিষ্কার থাকে আমার জীবনের প্রথম পর্বত দেখা হবে। এমনিতে পোখারা আসার পথে যে উঁচু উঁচু পাহাড় দেখেছি, এ্যত উঁচা জিনিসও জিন্দেগিতে দেখিনা: শোকর আলহামদুলি্লললাহ, তিনি আমারে দেখার তৌফিক দিলেন। আসার আগেতো ভাবছিলাম রাস্তা না জানি কেমন ভয়াবহ - বাস উলটায়া পড়ে কিনা খাদের মধ্যে।

ঐযে ববিতা গান গাইছে না "নেপালি মেয়ে ছবিতে : পাহাড়ি পথ আঁকা-বাঁকা উঁচু-নিচু, এভরিবডি please be careful কিছু কিছু। "; এই গানটা মনে পড়ছিল শুধু। সত্যিই গানের কথার সাথে রাস্তাটা পুরোপুরি মেলে, কিন্তু স্বস্তির কথা হচ্ছে রাস্তাটা বেশ প্রশস্ত। দুইটা পর্বতের কথা বলেছি, কিন্তু লেকের কথা বলিনি: পাহাড়ে ঘেরা একটা অপূর্ব সুন্দর লেক আছে এখানে - Fauna Lake; লেকের মাঝখানে আবার একটা ছোট দ্্বীপ - তাতে ছোট একটা মন্দির - নৌকায় আসা-যাওয়ার জন্য 20 রুপি পারানি দিয়ে সেই মন্দিরে গেলাম - চারিদিকে এমন সব ভয়াবহ সুন্দর সব দৃশ্য যে কখন যে সূর্য্য নামল পাটে। এই লেখাটা লিখতে ইন্টারনেট খরচ লাগল ভালই - কাঠমুন্ডুতে মিনিট 1 রুপি, ঘন্টায় 30রুপি আর এখানে মিনিট 2 রুপি, ঘন্টায় 99 রুপি।

ডিজিটাল ক্যামেরা নেই তাই ছবি দিতে পারছিনা, মনে দুঃখ রয়ে গেল - তবে ফিলমে ছবি তুলছি, পরে আশা করি স্কেন করে আপডেট করে দেব। না পারি বোটিং, না পারি রাফটিং, না পারি ট্রেকিং, না পারি প্যারাGliding : এইখানে এইসব করার সুযোগ আছে: শাদা চামড়াগুলো দেখলাম দুর্দান্তমজা করছে - আমি জবুথবু বাঙালী দৃশ্য দেখে বেড়াচ্ছি আর বৌদ্ধ ধর্ম আর হিন্দু ধর্মটা এখানে কঠিন মিশ খেয়ে যে শান্তির একটা ধর্ম তৈরী হয়েছে সেটা বোঝার চেষ্ঠা করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।