আমাদের কথা খুঁজে নিন

   

স্পেশাল বোকাবুলি ( নম্বর ছাড়া)

বুদ্ধিমানের নরকের থেকে বরং বোকার স্বর্গে বাস অনেক বেশী ভাল। কিন্তুসেই কত কাল ধরে স্বর্গের দরজায় দাঁড়িয়ে আছি। আজও খুললনা।

দেখছেন নি .ব্লগে ব্লগার সব উপচাইয়া পড়তাছে, যার যত নিক আছে সব নিয়া ঝাপাইয়া পড়তাছে.... কইছিলাম না যে যার মতো বুদ্ধুমান আশেপাশে, তাই আমি হইছি বোকা... বোকার কত শান্তি কেউ আমারে ঠকায় না। কোন মাইয়াও না কোন পোলাও না। আসলে আমাগো গায়ে বাংগালী রক্ত তো ঝামেলা আমাগো পেশন হইয়াগেছে....কুত্তার লেজে চিমটি কাইটা হইলেও হেরে ঘেউ ঘেউ করান লাগবোই...ওদিকে পেছনে তখন যে কুত্তী লেীইড়াতাছে ...সঙ্গমের আশে...ভাবিনা...দুই কুত্তার কামড় খাইতেই কিন্তু হইব , সঙ্গমে বিরক্তি বলিয়া কথা, কি বুইঝলেন , রুবেল রে আমি হারিকেন দিয়া খুঁজতাছি...হালায় নাম লুকাইছে, ভীতু, রাজাকারগোর চেয়েও বেশী...ঐ ইতর রাজাকাররা তো বুক খুলে হাঁটে ,রুবল তুই বুক লুকাইয়া হাঁটস কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।