আমাদের কথা খুঁজে নিন

   

হিট দ্য লুজার:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

ক'দিন হতে রংদেশের তান্ত্রিকদের মন বড্ডো খারাপ। হঠাৎ করে বড়ো মাতব্বরের বাঁশির আওয়াজে জেতা খেলা বাদ হয়ে গেল। মন কিছুতেই চাঙ্গা করা যাচ্ছে না। এতো কায়দার খেলা খেলেও মাঠ থেকে বহিস্কার। মন বলে, এ নচ্ছার জীবনে আর যুদ্ধেই যাব না।

কিন্তু তা কি করে হয়? বান্দরের মুখ থেকে পিঠা সরিয়ে নেওয়া হয়েছে। মনোকস্ট রাখে কোথায়? আহারে এক তান্ত্রিক নেতা প্রায় দুই মন মিস্টান্ন গ্রামবাসীদেরকে বিতরণ করেছিলেন। এখন তো জনগণের পেটে পাড়া দিয়েও এই মিস্টি উদ্ধার করা সম্ভব নয়। মিস্টিও গেল। আবারও নতুন করে মাঠে নামতে হবে।

বৃদ্ধ বিশ্ববেহায়াটিকে নাড়াচাড়া না করলে হয়তো এই আপদের জন্ম হতো না। কিন্তু কি কারণে নাফস বড়ো জ্বালা দেয়? তাই যতো পায় ততো চায়। নাদানের মতো এই তান্ত্রিকরা বেশী খাওয়ার ধান্ধা করতে গিয়ে এখন ছালা-মালা দু'টিই হারালো। নিজের হাতে নিজের তর্জনী দিয়ে আঘাত করতে করতে অভাগা তান্ত্রিক শিষ্যটি[লিংক=যঃঃঢ়://মধসবং.ংঃঁঢ়রফ.পড়স/মধসবফবঃধরষ.ঢ়যঢ়?মরফ=4504] হিট দ্য লুজার গেমটি[/লিংক] আবারও খেলা শুরু করলো(আম্মাআআ)।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।