আমাদের কথা খুঁজে নিন

   

মহাজোট বগল বাজাইতাছে, চারদল-জোট কোঁকাইতাছে



দ্যাখেন না, দ্যাশের রাজনীতিডা কতো জটিল। কেউ ভাবনের আগেই ক্যামনে ক্যামনে য্যান প্রশাসন মুহূর্তের মধ্যে চারদলের কব্জা থেইক্যা ছুইটা বাড়াইয়া গিয়া মহাজোটের মধ্যে ঢুকলো। আইজকার পেপার পইড়া মনে হইতাছে, এইবার কেয়ারটেকার অরিজিনাল চেহারা লইয়া মাঠে নামতাছে। গি. আ. মামুন গ্রেফতার, কামাল মজুমদার গ্রেফতার, মোখলেস আউট- এইসব অনেক দিন পরেই হইতাছে। কিন্তু প্রশ্ন হইলো ক্যামনে এই অসাধ্যাসাধন? ক্যামনে ইয়াজুদ্দির মতোন একপিচ বিএনপির অধ্যাপক চামুচ তার চরিত্র বদলাইলেন? নাকি বদলাইতে বাধ্য হইলেন? জানা জরুরি। বিউটি আপায় ক্যামনে এই অসাধ্য সাধন করলো? আর 90 দিনের মধ্যে নির্বাচন করন লাগবো বইলা যে জিগির তুলছিলো (যদিও সেইডা সংবিধানের মৌলিক নয় দিকনির্দেশনামূলক বিধান ছিলো) সেইডার কী হইবো? ফখরুদ্দিন কোন ক্ষমতাবলে প্রধান উপদেষ্টা? আসেন, এইসব ভাবনের দরকার নাই। কিছুদিন আগে চারদল হাসতাছিলো, আহা কী আনন্দ আকাশে বাতাসে আর মহাজোট কানতাছিলো। অহত মহাজোট বগল বাজায় আর চারদল কোঁকায়। আসেন অপেক্ষা করি আবার কবে বিউটি আপাগো কৃপায় এই চিত্রও বদলে যায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.