আমাদের কথা খুঁজে নিন

   

সমঝোতাকে স্বাগত জানিয়েছেন ওবামা

সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস বা দেশটি থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার বিষয়ে রুশ-মার্কিন সমঝোতাকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
গতকাল শনিবার জেনেভা আলোচনায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র সিরিয়ার রাসায়নিক অস্ত্রের ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে।
সমঝোতা অনুযায়ী, সিরিয়ার রাসায়নিক অস্ত্র ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ধ্বংস করতে হবে বা দেশটি থেকে অন্য কোথাও সরিয়ে নিতে হবে। সিরিয়া সরকার এটা না মানলে অবরোধ বা সামরিক শক্তিপ্রয়োগের হুমকিসংবলিত জাতিসংঘ প্রস্তাবের মাধ্যমে তা কার্যকর করা হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সিরিয়া-সংকট নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় গতকাল টানা তৃতীয় দিনের মতো বৈঠক করেন। এরপর এক যৌথ সংবাদ সম্মেলনে মতৈক্যে পৌঁছার কথা জানান কেরি। এ সময় সিরিয়াকে নিরস্ত্র করার রূপরেখায় ছয়টি দফা উল্লেখ করেন তিনি।
বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে রুশ-মার্কিন সমঝোতাকে স্বাগত জানিয়েছেন ওবামা। তিনি বলেছেন, সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসে তা আন্তর্জাতিক নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যে রুশ-মার্কিন সমঝোতা একটি গুরুত্বপূর্ণ ও সুস্পষ্ট পদক্ষেপ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.