আমাদের কথা খুঁজে নিন

   

= এ চোখে তীব্র ধোঁয়া

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

স্প্রিংয়ের মাথায় এক টুকরো চুম্বকই তো ওটা অথচ শতাব্দিগুলো কি দোদুল্যমান এপারে-ওপারে, পেঁচানো শরীরে নেই তার কোথাও এতটুকু মেদ শুধুই সুউচ্চ শির জুড়ে বসে আছে সময়ের নরখাদক। সৌর জগতে সূর্যকে তাওয়াফ করছো পৃথিবী, আর চেয়েও না পাওয়া, না চাইতে পাওয়ার সরলাংক কষে; হাত ফসকে পড়ে যাওয়া সপ্রিংয়ের ন্যায় দুলিয়ে-পেঁচিয়ে ঘটাও চলন মহাতীত হতে অনন্ত পথে, বিধাতার বর্তমানে। ঘুর্ণায়নের আবর্তে অথবা বলতে পারি মমতার বাঁধনে তুমি অপতনে, চঞ্চল মরমে বেশ তো প্রেমিকের মনে ঠাঁই কর সঙ্গোপনে, নিমিত্ত যেখানে যাকিছু যতটাই হোক ঝংকৃত তুমি, আবহ সময়ের প্রতি মমত্বহীন; কর শক্তিমানের গোলামী। ধাতবতায় চুড়ান্ত নির্ভরা পৃথিবী এখন যান্ত্রিক দিন গোনে আমি অন্তবিহীন দৃষ্টিতে এখনো দেখি- স্প্রিংয়ের মাথায় চুম্বক খণ্ড এক, দুলে উঠে গোড়ালী আর সমস্ত রক্ত চুষে খায় নিঃশেষে মস্তকে চাপা রক্তচোষা, হেঁয়ালী দু'চোখে- চুম্বক, স্প্রিং, প্যাঁচ...! ০৮-১০.০১.২০০৬ মদীনা মুনওয়ারা, সৌদি আরব। ছবির জন্য !@@!388944 যেখানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।