আমাদের কথা খুঁজে নিন

   

। । কবি শেখ জলিলের সাথে কবিতা বিষয়ক আলাপচারিতা । ।

এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

বিমর্ষ,হতাশ,ক্ষুব্দ আছি । গলার কাছে একদলা কষ্ট,রাগ ও ঘৃনা আটকে আছে । কেনো? সেতো সবারই জানা । এ সময়ে কি কবিতা মানায়? জলপাই বর্বরতায়? শংকায় ও সন্দেহে? নিজের সাথে ভুগছিলাম অনর্্তদ্্বন্ধে । নিজের কাছেই শেষপর্যন্ত সমুহ উদ্ধার । [গাঢ়] প্রেম ছাড়া কি আর দিন বদলের গান গাওয়া যায়? [/গাঢ়] অতএব, আমরা যারা কবিতায় প্রেম করি, লিখে এবং পড়ে ,তারা আরো কাছাকাছি আসি আলাপচারিতায়, গোল হয়ে আসি , ঘন হয়ে আসি... এই দু:সময়ে । [গাঢ়]শুরু হোক কবি শেখ জলিলের সাথে আলাপচারিতা :: [/গাঢ়]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।