আমাদের কথা খুঁজে নিন

   

আহা অপার্থিব পাখি

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে আহা অপার্থিব পাখি ____________ বনগাঁয়ের অপার্থিব পাখিরা পালক খুলে রেখে রৌদ্রস্নানে নেমে গেলে কিছু আমিষভোজী তাদের বাহবা দিতে একটুও কার্পণ্য করেনা আর কঠিন ব্রত থেকে গলে গলে রস হতে থাকে কতিপয় নিরামিষী ঝোপেড় আড়ালে বসা চিতার পরিবার স্নানগন্ধে উন্মাদ আর লক্ষ্য স্থির করে বসে থাকে শিকারী পরদিন আমরা খবরের কাগজে সেইসব কোমল স্নানের ছবি দেখি ফেসবুক টুইটার ইউটিউব কমিউনিটি ব্লগে ঝড় তুলি মুক্তির আনন্দের তারপর একদিন কোন এক অপার্থিব পাখির ফেরা হলো না পালক হারিয়ে চিতা ও শিকারীর নিশানা অথচ তাকে তুলে নিয়া যায় একদল হায়েনা, বীভৎস দৃশ্য অতঃপর আবারো সেইসব খবরের জায়গাগুলোতে ঝড় ওঠে ক্ষোভের, মানবিকতার অমানবিক লিঙ্গগুলো চুপসে পড়ে থাকে আর দেখি সব পার্থিব লালায়িত কীটপতঙ্গের মাতম খুব দ্রুততম সময়েই শুকিয়ে যায় লালসার ভ্রম আহা অপার্থিব পাখি এইসব বনবাদাড়ে কেন তুই পালক হারালি।। ____________________ ___________বাকী অরিন্দম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।