আমাদের কথা খুঁজে নিন

   

ভাঙ্গনের সাপেক্ষে

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

তবুও কালান্তিক চৈতন্যের কাছে ঘুরে ফিরে আসা বারবার স্বপ্নজীবনযাপনে উত্তরণের নগ্ন চিৎকার আদতে নগ্ন আমরা সবাই শিশুযুবাবৃদ্ধ হতে মেঠোপথের ঘাস নিত্য বিনোদনে মঞ্চে হেঁটে যাওয়া হাঁস তুমি বলেছিলে, পরিশেষে সবই বিচ্ছিন্ন হবার নিগূঢ় আকুতি নির্ঝরের স্বপ্ন ভঙ্গের দায় শেষে মগ্নতার জাগৃতি আমরা একে একে নিভে যাব সবাই আধাজৈবিক আধা নিভৃত জন শুরু হবে দৃঢ় সংকল্পে আত্মপ্রেমের ক্ষণ তুমি বলেছিলে, আত্মপ্রেমই হবে নিশ্চিত নিয়তি সুস্পষ্ট স্বাক্ষরে বেঁচে থাকার দিনলিপি অথচ তারপরও তোমার মাঝে আমি দেখি নিরন্তর উত্তরণের ক্ষুধা আত্মপ্রেমের খোলশে নিজেকে ছাড়িয়ে যাবার সুধা অথচ দেয়ালের সাথে চিরকালই আমাদের নিত্য সহবাস অথচ নিত্য আমরা বয়ে চলি দেয়ালের সুসজ্জিত লাশ যদিও গণিতগুলো কঠিন নয় একেবারে সরল শৃঙ্খলায় মননের অবসরে তবুও সরল দু:খ নিয়ে আমাদের অবিরাম বিছানা বদল স্বপ্নবিদ্ধ শহরে কৃশকায় অভিযাত্রীর আদল তবুও কিছু কিছু স্বর কাঠামোকে নির্বিকারে ভাঙ্গে তুমি আমি সেই দলে মাখামাখি করা অদৃষ্টপূর্ব রঙ এ.. অথচ একটা তত্ত্ব এখনো প্রবল মহান সুনির্দিষ্ট ব্যক্তিগাঁথার একক অবিনাশী গান হাস্যকর সবকিছুই, তোমারআমার বিষণ্ন বেদনা সব অতলান্তিকও সবকিছুই বিম্বিত চাহনিতে কষ্টের কলরব তুবও তোমার চোখে আমি খুজে পাই অনির্বাণ ভালবাসা অনেকটুকু দূরে থেকে চেতনায় কাছে আসা তবুও তুমিআমি হতে আমরা প্রতিদিন যাই সরে নগ্ন উত্তরণের মগ্ন রঙ এ-র ঘোরে জানিনা কেন সহসাই ভিজে ওঠে আমাদের অশ্রুসজল চোখ বিমানবিক নগরে দেয়ালের জমে ওঠা ক্রোধ হয়ত এভাবে চোখগুলো ভিজে উঠবে বারবার তবুই এগিয়ে যাব তুমিআমি জীবনের নগরীতে ভাঙ্গনের দরকার....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.