আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা 1989 ।। স্যানাটোরিয়াম

স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

স্যানাটোরিয়াম 5. শুদ্র ও ব্রাহ্মণকন্যা। পরস্পর এক বিছানায়। শুয়ে থাকে।

দুপুরে। তাদের ঘরে যাই। তারা উবু হয়ে শোয়। হাসে। বলে, 'আমরা কিন্তু রতিজড়।

আমরা কিন্তু প্লেটোনিক। লাভ করি। আমরা অন্য সবার মতো না। ' অথচ অপযর্াপ্ত মেয়েরা কাঁদতে কাঁদতে আসে। কাঁদতে কাঁদতে যায়।

সোনামণিদের ব্রেস্ট ছোট। কিন্তু মন বড়। কেউ তা বুঝতে চায় না। অথচ। অথচ সৌন্দর্য নিয়ে আমাদের ভাবনাচিন্তা--অন্য রকম।

আমরা খুব যুক্তি ভালোবাসি। ঘোড়াদের মতো। দাঁড়িয়ে পেচ্ছাব করি আমরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.