আমাদের কথা খুঁজে নিন

   

। ।'জাগতে রাহো' :: মুক্তিযুদ্ধে এতো ভয় কেনো? । ।

এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

এক ধার্মিক চোর বেশ যজ্ঞ টজ্ঞ করে দেবতার তুষ্টি অর্জন করলো । দেবতা জিজ্ঞেস করলে ন -- 'কি বর চাও বৎস?' চোর নতজানু হয়ে বললো--' প্রভূ, চুরি তো আমার পেশা। ছাড়তো পারবোনা । তবে চুরি করতে গেলে খালি ঘুম পায় । একটা বর দিন যেনো আমার আর ঘুম না পায় ' দেবতা বললেন--'তথাস্তু' পরের রাতে খুশী মনে চোর গেলো চুরি করতে ।

যেই ঘুম পেলো এমনি বজ্রধ্বনি--'জাগতে রাহো!!!' । চোরের ঘুম গেলো টুটে । সাথে গেরস্তের ও । মন খারাপ করে চোর ঘরে ফিরে এলো ঘুমাবে বলে । আবারে সেই ধ্বনি--'জাগতে রাহো!!!' চোরের ঘুম আর চুরি দুটোই গেলো হারাম হয়ে ।

********************************************* এই ব্লগে ক'জন ব্লগার দেখি, যে কোনো প্রসংগে 'মুক্তিযুদ্ধ' শব্দটা এলেই ক্ষেপে উঠেন । যেনো তাদের গায়ে বিছুটি লাগে । যে পোষ্টে কোনভাবেই এই শব্দ থাকবে, সেই পোষ্টকে পঁচানোর একটা চেষ্টা চলে--সেটা সম্পূর্ন অপ্রাসংগিক ভাবে হলেও । আপনি যদি লিখেন-- হযরত মোহাম্মদ (দ তাঁর সাহাবীদের নিয়ে 'আইয়ামে জাহেলিয়াতে'র বিরুদ্ধে 'মুক্তিযুদ্ধ ' করেছিলেন-- দেখবেন ঐ 'মুক্তিযুদ্ধ' শব্দ দেখেই বেহুদা লম্ফজম্ফ শুরু হয়ে গেছে-- ওখানে যে হযরত মোহাম্মদ (দ আছেন সেটা চোখেই পড়েনি । প্রমান পেলাম আবারো [link|http://www.somewhereinblog.net/Hasan_Murshedblog/post/28692666| GB


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।