আমাদের কথা খুঁজে নিন

   

ছড়িয়ে পড়ুক প্রতিটি অণু-পরমাণুতে...

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

গতবারের শুরুটা হয়েছিলো সারারাত জেগে হইহুল্লোর। খেলা। রান্না। খাওয়া। পাগলামি।

গান-বাজনা। চিৎকার। অযথাই। এবারের শুরুটা একেবারে অন্যরকম। কিছু শুভেচ্ছাবাণী বিনিময়।

কিছু কথা বলা। হারিয়ে যাওয়া কিছু কনঠস্বর। ঘুম। সকাল সকাল জেগে উঠা। গোসল।

ঈদের নামায। মহাশক্তিধরের উদ্দেশ্যে পশু কোরবানী। রক্ত আর রক্ত। তবে কোন ঘৃণা নেই, ভয় নেই এ রক্তে। কেমন যেন পবিত্রতা।

পবিত্রতা ছড়িয়ে পড়ুক ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ-দেশ-সারা বিশ্বে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।