আমাদের কথা খুঁজে নিন

   

আই টি পারসনের দায়িত্ব

স্মৃতিচারণ ও এলোমেলো ভাবনা। বেশিরভাগই জগাখিচুড়ি।

নন আই টি ওরগানাইজেশনে আই টি পারসন হিসাবে কাজ করার অনেক হেপা আছে-------------- (1) একমাত্র ফ্যাক্স লাইনটা (যা ল্যান্ড লাইন ব্যব হার করে) নষ্ট.... কল দ্য আই টি পারসন। (2) ল্যাপটপের সাথে প্রজেক্টর লাগান শেষ.......কানেকশন পাচ্ছে না.......কল দ্য আই টি পারসন। (3) নতুন অফিসে এ/সি লাগানো হবে......... আই টি পারসনকে দায়িত্ব দেয়া যাক।

(4) নতুন বারকোড স্ক্যানার কেনা হলো....কে সেট আপ করবে..। আই টি পারসনকে ডাক। (5) পৃন্টারের পেপার শেষ..আই টি পারসনকে ডাক। এগুলো কি আই টি পারসনের কাজ? আমার সন্দেহ আ ছে। (1) ফ্যাক্স নষ্ট মানে টেলিফোন কোম্পানির এক্সচেঞ্জে সমস্যা।

আই টি পারসন এখানে কি করতে পারে? কল দ্য টেলিফোন কোম্পানি................. সো সিম্পল..........। (2) প্রজেক্টরে লেখা আছে পরিস্কারভাবে...... কানেক্ট করার পরে কন্টোল আর এফ 8 চাপতে হবে। আর কত সোজা হতে পারে একটা কাজ? (3)এ/সি লাগানোর সাথে আই টির সংযোগটা কোথায় কেউ বলতে পারবেন কি? যত্তসব?? কাহাতক এই অত্যাচার স হ্য করা যায়? (4) এটা হয়তো আই টি কাজ। কিন্তু যে কোনোদিন স্ক্যানার ব্যব হার করে নি, তার একটু সময় লাগাটা স্বাভাবিক। এই সময়টা কেউ দিতে চায় না।

সত্যি সেলুকাস কি বিচিত্র এই দুনিয়া। (5)পৃন্টারের ম্যাসেজে পরিষ্কার লেখা আছে..."লোড দ্য পেপার"। এরপরও কি কাজটা আই টি পারসনের? আমার অফিসে মোট 12 টা পৃন্টার আছে....তাহলে তো দিনের 1 ঘনটা এই কাজেই ব্যয় করতে হবে। সবদেশের মানুষেরই মাথায় হালকা সমস্যা আছে। নো ডাউট............


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।