আমাদের কথা খুঁজে নিন

   

আজও মনে পরে সেই দুপুরের দিনটা

ছবির ভাসা

আজও মনে পরে সেই দুপুরের দিনটা, সেদিন দুপুরে আমরা কিছু ছেলেরা গ্যালাম জঙ্গলে কাঁঠ কাটতে জেতে জেতে চলে গেলাম গভির জঙ্গলে বড় গাছের খোজে জেতে জেতে পেলাম একটা বড় গাছ আমরা সেখানে গিয়ে গাছ টাকে কাটতে শুরু কোরলাম কাটতে কাটতে গেলো সবার খিতে পেয়ে গ্যালো কিন্তু খাবার বেসি ছিলো না যা ছিলো সবাই মিলে খেলাম খেতে খেতে দেখতে পারলাম একটা খরঘোষ পাচু আর শনজায় গেলো খরগোষ টাকে ধরতে ঠিক ধরে আনলো তার পর খরগোষ টাকে পোরান হলো খাওয়া দাওয়া করে আবার গাছ টাকে কাটতে শুরু করলাম গাছটা কাটা প্রায় কাটা শেস হয়ে আসছিলো হটাত করে একটা বড় শাপ বেরালো শে তো বেরিয়ে ফশ ফশ করতে আরম্বো করে দিল পাচু তখোন কুরোল টা নিয়ে পেছোন দিকে গিয়ে শাপটার মাঝা মাঝি কোপ মারলো শাপটাতো ছট পট করে মারাগেলো আমরা আবার গাছটা কাটতে শুরু করলাম তারপর বেরোলো গোটা 100 শাপের ডিম প্রায় ফুটে এসেছিলো আমরা ডিম গুলোকে নিয়ে আগুনে জালালাম জালোনোর সাথে ফাট ফুট করে ফাটতে আরম্বো হলো গাছ কেটে বাড়ি ফিরছিলাম ফেরার পথে দেখি আদিবাসিরা কিছু মানুষ জন কে ধরে মারছে আমারা দৌরে গেলাম শেখানে গিয়ে টাদের সাথে মারা মাড়ি লাগালাম ওরা ছিলো 8 জন আমরা ছিলাম 6 জন এবোং জারা মার খাছছিলো ওদের সাথে করে নিয়ে বাড়ি ফিরলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।