আমাদের কথা খুঁজে নিন

   

অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত

রোবার উড়িষ্যা উপকূলের হুইলার দ্বীপ থেকে সকাল ৮টা ৪৩ মিনিটে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। গত দুই বছরের মধ্যে এটি অগ্নির দ্বিতীয় পরীক্ষা। এর আগে গত বছর এপ্রিলে প্রথমবারে মতো অগ্নির পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছিল। অগ্নির এ উৎক্ষেপণের মাধ্যমে সামরিক ক্ষেত্রে এশিয়ায় চীনের কাছাকাছি শক্তির দেশে পরিণত হলো ভারত। অগ্নি-৫ প্রায় ১৭ মিটার লম্বা এবং ওজন ৫০ টন।

এটি তৃতীয়-পর্যায়ের ক্ষেপণাস্ত্র। ১ দশমিক ৫ টন বিস্ফোরক নিয়ে এটি ৫ হাজার কিলোমিটারের মধ্যে যে কোনো লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এটাই ভারতের সবচেয়ে দূলপাল্লার ক্ষেপণাস্ত্র হতে যাচ্ছে। বর্তমানে সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণস্ত্র অগ্নি-৩। এটা তিন হাজার পাঁচশ কিলোমিটারের মধ্যে আঘাত হানতে পারে।

অগ্নি-৫ ক্ষেপনাস্ত্রটি রাস্তায় দাঁড়ানো গাড়ি থেকে বা কোনো বিশেষ ট্রেনের বগি থেকে উৎক্ষেপণ করা যাবে। এটাকে লুকিয়ে রাখা ও যেকোনো স্থানে বয়ে নিয়ে যাওয়া সম্ভব। ১৯৮৩ সাল থেকে অগ্নি-৫ এর উন্নতি সাধন শুরু হয়। সূত্র জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির অভিষেকের আগে আরো বেশ কিছু পরীক্ষা চালানো হবে। ২০১৭ সাল নাগাদ এটি পুরোপুরি প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, গত কয়েক বছরে প্রায় এক ডজনের বেশি কে-১৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর মাধ্যমে ভারত প্রমাণ করেছে সাগরের নিচ থেকেও তারা পারমাণবিক ক্ষেপণস্ত্র উৎক্ষেপনে সক্ষম। এই ক্ষেপণস্ত্রটি সাবমেরিন থেকে উৎক্ষেপন করা যায়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।