আমাদের কথা খুঁজে নিন

   

কালো



কালো কালো কালো করিস, কালো মাটির উপর থাকিস; কালো চুলের গর্ব করিস, আবার চুল পাকলে কাঁদিস। কালো কালো করিস, কালো কাজল চোখে দিস; শ্বেতী ধরলে কাঁদিস, কালো তিলের গর্ব করিস। কালো কালো করিস, কালোটাকা খুঁজে মরিস; কালো মানিক পেলে্থর নামতো সবাই জানিস। কালো কালো করিস, কালো ইচ্ছা মনে পুষিস; রক্তচোষা বাঁদুর হয়ে সমাজটাকে চুষিস। কালো কালো করিস, কালো মুখোস পরে থাকিস; কালোটাকা সাদা করার ফন্দি ফিকির আঁটিস। কালো কালো করিস, কালো ভ্রমর হয়ে উড়িস ফুলের গন্ধ পেলে কোথাও খাবলে তারে ধরিস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.