আমাদের কথা খুঁজে নিন

   

হুজুরগো লগে আ'লীগের সমঝোতা স্মারক!



এটা নিয়া সবাই এত মাতামাতি করতাছে ক্যান? এটা কি কোন সমস্যা হইল। হুদাই ফালাফালি। স্বৈরাচার এরশাদরে নিলে যদি দোষ না থাকে তবে হুজুরগো নিলে দোষ দেহেন ক্যা। আসলে আপনারা বড্ড বেশী কট্টরপন্থী, অথচ আ'লীগ কিন্তু চরম উদারপন্থী দল। 96 সালে তারা জামাতের সাথে এক প্লেটে বসে আন্দোলন ও নির্বাচন করেছে।

দেশ স্বাধীন হয়েছে 36 বছর হতে চলল। এখন কি আর এ ফালতু বিষয় নিয়ে ভাবলে চলে। আরেকটি কথা আওয়ামী লীগের পূর্ব নাম কিন্তু ছিল আওয়ামী মুসলীগ লীগ , মনে নাই আপনাগো। বঙ্গবন্ধু কিন্তু উদারপন্থী ছিলেন। ছিলেন আস্তিক।

তিনিতো ক্ষমতায় থাকাকালীন মুসলিম দেশসমূহের সাথে, এমনকি পাকিস্তানের সাথেও সুসম্পর্ক বজায় রেখেছিলেন। তাঁর বাকশালের গভর্নরদের তালিকাও প্রচুর ইসলামপন্থী ছিল। এতে দোষের কিছু ছিল কি? বঙ্গবন্ধু কিন্তু এগুলো দোষের বিষয় মনে করতেন না। দেশের স্বার্থ তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন। দেশের সাথে কিন্তুগাদ্দারী তিনি করেননি বলেই তাকে নিমর্মভাবে প্রাণ দিতে হল সপরিবারে।

কিন্তু তার রেখে যাওয়া উত্তরসূরীরা এ ধারা থেকে বের হয়ে তার সাথে কিন্তু বেঈমানী করছেন। তার সর্বশেষ কনসেপ্ট বাকশাল সেখান থেকে তারা সরে গিয়ে মূলত তার আদর্শের সাথে বেঈমানী করেছেন। তার নামটিকে নিয়ে মূলত বাণিজ্যই করেছেন। তাই কইছিলাম আপনারা হুদাহুদি এত মাতম করেন। বঙ্গবন্ধুর মত উদার হোন।

আর আ'লীগ বঙ্গবন্ধুর সেই থিওরীরদিকেই যেতে চাচ্ছে আর আপনারা শুরু করলেন হইচই। তাই কই কি একটু ফালাফালি কম কইরা দেশের স্বার্থে সবাইকে নিয়া রাজনীতি করুন। তাইলে আপনারাও ভালো থাকবেন। আ'লীগও ভোটে জিতব। তাই কয়েকটি বিষয় পরিস্কার হওয়ায় আ'লীগ নিম্নোক্ত কাজ করছে, আমি মনে করি তা ঠিক: 1. রাজাকারগো কিন্তু বঙ্গবন্ধু ক্ষমা কইরা দিছেন, তাই বিষয়টি মীমাংসিত।

2. সকল মতের লোকের সাথে ঐক্য করার মানসে বঙ্গবন্ধু বাকশাল করেছেন, তাই বিষয়টি মীমাংসিত। অতএব শায়খুল আজিজের সাথে চুক্তি যুক্তিসঙ্গত। রাজাকারগো নিয়া নির্বাচন, আন্দোলন ঠিক। ইত্যাদি ইত্যাদি....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.