আমাদের কথা খুঁজে নিন

   

যা আমি গুনগুন করি প্রায়ই

[রং=রহফরমড়]ভাবনার ডানা মেলে উড়ছি আমি [গাঢ়]আনাড়ি[/গাঢ়][/রং]

নিচের লিখা গুলোতে বানান অনেক ভুল থাকতে পারে। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তুমি মিশেছ মোর দেহ সনে তুমি মিলেছ মোর প্রাণে মোনে...... অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবী দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া মূহুর্ত যায় জনমের মত অন্ধ জাতিস্মর গত জনমের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃত অক্ষয়.......... ইচ্ছে হল একধরণের গঙ্গা ফড়িং অনিচ্ছেতেও লাফায় শুধু তিড়িং বিড়িং ইচ্ছে হল একধরণের বেড়াল ছানা মিহি গলার আবদারে সে খুব সেয়ানা............. হয়তো দেখেছ চার পাঁচ ফোটা জলে চার সেকেন্ডে চড়ূই পাখির স্নান আমিও এখন সেই পাখিটার দলে শুনিয়ে দিলাম চার লাইনের গান........... তুমি কি কেবলই ছবি শুধু পটে লিখা ঐ যে সুদূর নীহারিকা যারা করে আছে ভীড় আকাশেরও নীড় ঐ যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে আঁধারেরও যাত্রী গ্রহ তারা রবি............ (এটাই সেই গান,যা দিয়ে আমার রবীন্দ্র সংগীত ভালো লাগা শুরু) ================================= ================================= [রং=জবফ]মাঝে মাঝেই আপডেট চলবে এটা _____________________________________ _____________________________________[/রং]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।