আমাদের কথা খুঁজে নিন

   

যাত্রা শুরু করলো - মজার স্কুল : পথশিশু আর আমরা কতিপয়

Never Stop Believing ১৮ জানুয়ারি ২০১৩ আনুষ্ঠানিক ভাবে যাত্রাশুরু করলো "মজার স্কুল [পথশিশু আর আমরা কতিপয় ]" . মূলত পথশিশুদের প্রাথমিক অক্ষরজ্ঞান দান, প্রয়োজন অনুযায়ী সম্ভব হলে, এই স্কুল থেকে শিশুদের মুল ধারার স্কুল গুলোতে স্থানান্তর করা । পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সজাগ করা ইত্যাদি বিষয় গুলোর পাশাপাশি বিনোদন যেমন, মাসে একবার শিশু পার্কে নিয়ে যাওয়া , চিড়িয়াখানা এবং জাদুঘর দেখতে নিয়ে যাওয়ায় । বছরে নির্দিষ্ট সময় পর পর নতুন পোশাক দেয়া এবং অবশ্যই মজা করতে করতে ওদের ভিতরের মানুষটিকে জাগিয়ে তোলা - মজার স্কুল এর মুল উদ্দেশ্য । সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে মজার স্কুল । আপনি যদি আর্থিক ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, তাহলে আমাদের জন্য কাজটি অনেক বেশী সহজ হয়ে যাবে ।

এই প্রজেক্ট এর সাথে প্রশিক্ষক হিসেবে জড়িত সকলে স্বেচ্ছা শ্রম দিচ্ছে । এবং যে যেভাবে পারছে আর্থিক ও শারীরিক ভাবে নিরলস পরিশ্রম করছে, নিঃস্বার্থ ভাবে । ক্লাস :: রবি - মঙ্গল - বৃহস্পতি সময় বিকাল :: ০৩:৩০ মিনিট স্থান :: সোহরাওয়ার্দী উদ্যান , কালি মন্দিরের সামনে , ঢাকা বিশ্ববিদ্যালয় - এলাকা । এতক্ষন পড়ছিলেন ফেইসবুক গ্রুপ মজার স্কুল : পথশিশু আর আমরা কতিপয় সম্পর্কে । এখন পড়ুন প্রথম দিনের আপডেট আজকে ছিল, মজার স্কুল এর প্রথম ক্লাস ।

বেশ ভালো ভাবেই শেষ হয়েছে প্রথম ক্লাস । সংক্ষেপে : মোট ৮ জন পথশিশুকে আজকে আমরা পড়িয়েছি । মারিয়া , মারজিয়া , মীম , সুমি , সুমাইয়া, বর্ষা , রাসেল ও রবিন । আজকে যা দেয়া হয়েছে একটি করে সানসিল্ক শাম্পু একটি করে মিনি প্যাক নারিকেল তেল একটি করে সারফেক্সেল প্যাকেট একটি করে ক্রিমমিল্ক চকলেট একটি করে প্যাকেট রুটি ও কলা আজকে যা শিখানো হয়েছে যেহেতু , প্রথম দিন ছিল । জানার চেষ্টা করেছি ওরা কে কি ভালো পারে ।

অবাক করে ওরা আমাদের শুনিয়েছে , ১ থেকে ১০০ গোনা । অ আ ....... ক খ ............. জ্ঞান শুনিয়েছে । যাদের সম্পর্কে বলতে হয় গ্রুপের সাথে জড়িত সদস্যদের ভিতরে একজন মনি আপু (Shahab Uddin), একজন সুদীপ্ত (@Su Dipto) একজন সৈকত ( Osomapto Golpo ) আমাকে মুগ্ধ করেছে । কত সহজে এই সকল পথশিশুদের তারা আপন করে নিয়েছে, না দেখলে কখনো বিশ্বাস করা যাবে না । আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করার দুঃসাহস আমি দেখাবো না ।

আমি কিন্তু আপনাদের অনুপ্রাণিত করছি না, আসলে আমি আপনাদের মাধ্যমে অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করছি । স্যালুট আপনাদের । ছিলেন শাহাবুদ্দিন ভাই, অমর দা অসাধারন দুই জন মানুষ । আমি, অধম সব সময় শিখি, শিখেই যাচ্ছি । আশা করছি ভবিষ্যতেও মজার স্কুল এর সাথেই থাকবেন ।

আমাদের পরবর্তী ক্লাস রবিবার ২০ জানুয়ারী ২০১৩ বিকাল ৩.৩০ মিনিটে একই স্থানে । - আলো আসবেই [ সৈকত ভাই যেমন মুগ্ধ করেছে ঠিক তেমনি প্রতিবার জ্যামের দোহাই দিয়ে দেরি করে, কিছুটা অবাকও করেছে । সময় জ্ঞান খুব গুরুত্বপূর্ণ জীবন চলার পথে , সফলতার কথা না হয় বাদই দিলাম ][/sb কিছু ছবি নিচে দেখুন পথশিশু সুমাইয়া এক থেকে একশ গুনতে পারে, হাত তুলে আমাদের তাই জানাচ্ছে একজন সুদীপ্ত পথশিশুদের গণনা খুব মনোযোগ দিয়ে শুনছে পথশিশু আর আমরা কতিপয় সকল আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিতে পারেন কোন প্রশ্ন বা আমাদের সাথে কাজ করতে চাইলে বা আমাদের কোন আর্থিক সাহায্য করতে, যোগ দিতে পারেন । আমাদের গ্রুপে মজার স্কুল নিয়ে পোস্ট - ০১ মজার স্কুল নিয়ে পোস্ট - ০২ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।